রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

জাবিতে দ্বিতীয় দিনের ভর্তিযুদ্ধ; চলছে ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রদের পরীক্ষা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ছেলেদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১ম শিফটের পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা আরম্ভ হয়। 

এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এরমধ্যে ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী। তদনুসারে ছেলেদের প্রতিটি সিটে ২৫২ জন শিক্ষার্থী লড়াই করছেন।

দ্বিতীয় দিনের প্রথম ৪টি শিফটে জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ছেলে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এছাড়া ৫ম শিফটে আইবিএ-জেইউ এর ছেলে-মেয়ে উভয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিন অফিসের তথ্যমতে, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এতে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী আবেদন করেন। ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ। 

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর