সোমবার, আগস্ট ১১, ২০২৫
spot_img

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন; আটক পরীক্ষার্থীসহ দু’জন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় দু’জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘বি’ ইউনিটের ২য় শিফটের পরীক্ষা চলাকালীন ব্যবসায় শিক্ষা অনুষদের একটি পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয় ওই শিক্ষার্থীকে এবং বাইরে থেকে আটক করা হয় তার বোনকে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি, তার পিতার নাম নয়ন দত্ত এবং তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক করে পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শেষদিনে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন সময়ে একজন ছাত্রী পরীক্ষার হলে নিষিদ্ধ সত্ত্বেও মোবাইল নিয়ে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে একজনকে পাঠান। এমন সময় আমাদের কর্তব্যরত পরিদর্শক তাকে মোবাইলসহ ধরে ফেলেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করা হবে এবং আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করব।”

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর