শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফি, মো. রাহিম হাসান ও খন্দকার আব্দুল্লাহ শাফি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর এলাকায় রাস্তায় রাখা ব্যারিকেডের সঙ্গে সংঘর্ষে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

জানা গেছে, আহত তিন শিক্ষার্থী যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে শহরের একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। দ্রুতগতিতে যাওয়ার সময় অন্ধকারে রাস্তার ব্যারিকেড দেখতে না পেয়ে তারা দুর্ঘটনার শিকার হন। ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন। পরে ইজিবাইকে করে কিছু দূর যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ শাফি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, শফিকুল ইসলাম শফির মাথায় চোট লেগেছে, এবং মো. রাহিম হাসান মারাত্মকভাবে আহত হয়ে বাম পায়ের ফিমার হাড় ভেঙে গেছে। খন্দকার আব্দুল্লাহ শাফি ও শফিকুল ইসলাম শফি হাসপাতাল থেকে ছাড়া পেলেও রাহিম হাসান বর্তমানে আইসিইউতে রয়েছেন।

এছাড়া জানা যায়, মো. রাহিম হাসানের পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়। তার বাবা নেই, এবং তিনি অনেক কষ্ট করে নিজের খরচ চালান।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর