শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

শিক্ষা ও গবেষণাবান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়তে চায় বাকৃবি ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বাকসু নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলেন।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুর ইসলাম তুষার বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা ও গবেষণাবান্ধব, ভয়মুক্ত নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। ছাত্র সমাবেশ সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের সুযোগ তৈরি করবে এবং ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠনের নামে শিক্ষার্থীদের প্রভাবিত করেছিল, তারাই এখন রাজনীতিকে পুঁজি করে ফায়দা লুটছে। কিন্তু শিক্ষার্থীরা এখন সব বুঝতে পারছে এবং তারা ছাত্রদলের ওপেন প্ল্যাটফর্মে আস্থা রাখতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে কাজ করবে এবং তাদের সহায়ক শক্তি হয়ে পাশে থাকবে।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর