শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এস কে শাহিনের পোস্টার লাগানো নিয়ে বিতর্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সৌন্দর্য বর্ধন এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য স্থাপন করা ল্যাম্পপোস্টের খুঁটিগুলোতে বিএনপি নেতা এস কে শাহিনের বিশাল পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনায় পরিবেশের সৌন্দর্য বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং বিএনপি’র এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন।  

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সৌন্দর্য বর্ধনের জন্য সম্প্রতি ল্যাম্পপোস্টের খুঁটিগুলো স্থাপন করা হয়েছে। তবে, এখনও সেখানে লাইট লাগানো হয়নি। এর মধ্যেই বিএনপি নেতা ও সেচ্ছাসেবক দলের সদস্য এস কে শাহিনের পোস্টার ল্যাম্পপোস্টের খুঁটিতে লাগানো হয়েছে। এই পোস্টার লাগানোর মাধ্যমে রাস্তার সৌন্দর্য নষ্ট হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।  

স্থানীয় বাসিন্দারা জানান, লিংক রোডের সৌন্দর্য বর্ধনের জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, কিন্তু এস কে শাহিনের পোস্টার লাগানোর মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে। তারা আরও বলেন, রাজনৈতিক নেতাদের উচিত জনগণের সম্পদ ও পরিবেশের সৌন্দর্য রক্ষা করা, কিন্তু বিএনপি’র এমন কাজে তারা খুবই হতাশ। 

বিএনপির এক নেতা বলেন , এস কে শাহিনের পোস্টার লাগানোর বিষয়টি দলের নির্দেশনা বা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেন্দ্রীয় বিএনপি থেকে ইতিমধ্যেই ব্যানার-ফেস্টুন লাগানোর বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা এই ঘটনায় ক্ষুব্ধ এবং এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।  

জনগণের পক্ষ থেকে এস কে শাহিনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করা হয়েছে। তারা দাবি করেছেন, যারা এই ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং লিংক রোডের সৌন্দর্য বজায় রাখার জন্য দ্রুত লাইট লাগানোর কাজ শেষ করা হোক।  

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সৌন্দর্য বর্ধনের জন্য হাতে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে বাধা সৃষ্টি করায় বিএনপি নেতা এস কে শাহিনের পোস্টার লাগানোর ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। এই ঘটনায় বিএনপি’র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং জনগণ দ্রুত সমস্যার সমাধান চাইছেন।

হাসান আহমেদ প্রান্ত/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর