বুধবার, আগস্ট ২৭, ২০২৫
spot_img

জবিতে নিপীড়ন বিরোধী “গান মিছিল”

জবি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশে বেড়ে যাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান মালের নিরাপত্তার দাবিতে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়। 

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা  “মুক্তির মন্দিরও সোপান তলে”, “কারার ঐ লৌহ কপাট”, “আগুনের পরশমণি”, “আবার তোরা মানুষ হ” এসব গান ও কবিতা বলে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।

এছাড়া শিক্ষার্থীরা “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”,  “আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও” এসব স্লোগান দেন তারা। 

সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের  ইন্টেরিম সরকার নারীদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমাদের কেন প্লাকাড হাতে মাইক হাতে এ ধরনের কথা বলতে হচ্ছে? ফ্যাসিস্ট সরকার পতনের পরও কেন নারীদের ক্ষমতায়নের কথা আমাদের বলতে হচ্ছে? বর্তমানে ছিনতাই বেড়েছে অনেকের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে যদি সরকার এসব দমন করতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া ও এই মেসেজটা দেয়া যেন তারা একটু হলেও আমাদের দিকে তাকান। যেন আমাদের এরকম করে আর নিজেদেরকে নিয়ে কথা বলতে না হয়, যেন তারা সচেতন হয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই গান মিছিল।মিছিলের উদ্দেশ্য ছিল সারাদেশে বিচার হীনতার যে সংস্কৃতি, এটা রুখে দেওয়া ও জানমালের নিরাপত্তার দাবিতে এখানে দাঁড়িয়েছি।২৪ এএ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের পক্ষের সরকার আসলো,আমাদের আশা ছিল সবাইকে নিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু বর্তমানে আমার উল্টো টা দেখতে পাচ্ছি। এই নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।”

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, “সারাদেশে ধর্ষণ, নিপীড়ন, ছিনতাইসহ নিরাপত্তাহীনতার যে অনিশ্চিত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ন্যাক্কারজনক বক্তব্য, সেটার তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সকল বিচারের এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবী জানাচ্ছি। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছি।” 

নাহিদ ইসলাম সম্রাট/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর