হাসান আহমেদ প্রান্ত,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
দগ্ধদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, নার্সও প্রয়োজনের তুলনায় কম। জরুরি সেবা প্রয়োজন হলেও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় রোগীদের সঠিক চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গ্যাস লিকেজের সমস্যা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস লিকেজ থেকে এমন দুর্ঘটনা নতুন নয়। নারায়ণগঞ্জে গত কয়েক বছরে একাধিক গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে অনেক প্রাণহানি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, পুরনো ও ত্রুটিপূর্ণ গ্যাস লাইনগুলোর দ্রুত সংস্কার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। তবে স্বজনরা দাবি করেছেন, দ্রুত চিকিৎসা না পেলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সাধারণ মানুষকে প্রাণহানির ঝুঁকি নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
/এমএ