শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ভূঞাপুরে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত

ভূঞাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: দেশজুড়ে শিশুসহ নারী ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।

বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে পথসভা, ধর্ষকের মুখ ও চোখ বেঁধে সিম্বলিক অ্যাক্টিভিটি, কুশপুত্তলিকা দাহ এবং পথ নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

পথসভায় বক্তব্য রাখেন – বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব আবু আহমেদ শেরষা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ মিয়া, সহ-মুখ্যপাত্র মাহাদির খান ভাসানী, শিক্ষার্থী আফরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন- ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলছে। ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর