মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: যথাযথ কাগজপত্র না থাকায় আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত মনোহরদীতে এক ব্রীক ফিল্ডকে দেড় লাখ টাকা জরিমানার দন্ডে দন্ডিত করেছে।উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকস নামক ব্রিক ফিল্ডে আজ ভ্রাম্যমান আদালতের এক অভিযান কার্যক্রমে এ জরিমানা করা হয়।
মনোহরদীর বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকসে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।এতে ব্রিক ফিল্ড পরিচালনায় যথাযথ কাগজপত্র না থাকায় তাকে দেড় লাখ টাকা জরিমানার দন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি),মনোহরদী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সজিব মিয়া এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।
এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি নিশ্চিত করে জানান,কাগজপত্রের অভাবে বেআইনীভাবে ব্রিক ফিল্ডটি চলছিলো বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।এ সময় ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সার্বিকভাবে সহযোগীতা করেছেন পরিবেশ অধিদপ্তর নরসিংদীর পক্ষ থেকে পরিদর্শক সমর কৃষ্ণ দাস।
সাইফুর রহমান আকন্দ নিশাদ/এমএ