গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্দ্যেগে ১০০ পরিবারকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সমগ্রীর মধ্যে ছিল,শাড়ী, লুঙ্গি, চাল, তেল, সেমাই, চিনি, দুধ ও সাবান।
আজ (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে চককামদেব বালিকা বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মান্দা থানা অফিসার ইনচার্জ মনসুর রহমান, অধ্যক্ষ আঃ জলিল, সাবেক প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. রেজাউল মাষ্টার, আব্দুস সামাদ, মো. মোফাজ্জল হোসেন, মো. সোহবার হোসেন টুটুল, মো. আকতার হোসেন, মো. সোহেল রানা প্রমুখ।
পরে ফাউন্ডেশনের উদ্যোগে সকল সদস্য, উপদেষ্টা ও সম্মানিত অতিথিদের মধ্যে সম্মানিত ক্রেস্ট প্রদান করা হয়।
/এমএ