ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলে কামাল হোসেন ও পুত্রবধূর বিরুদ্ধে।
নির্যাতিত বৃদ্ধা ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের বিশ মাইল পয়েদ্ধা এলাকার মোছাঃ জাহানারা বেগম তিনি (বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা)।
বুধবার (২৯ মার্চ ) শনিবার সকালে ভুক্তভোগী মা পীরগঞ্জ থানায় ছেলেসহ ছেলের বউ নারগিস বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
নির্যাতিত ওই বৃদ্ধা মহিলা অভিযোগ করে বলেন, প্রায় সময় তার ছেলে কামাল হোসেন ও পুত্রবধূ নারগিস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক ভাবে নির্যাতন করেন।
তিনি আরো অভিযোগ করে বলেন যে, ছেলে তার বউয়ের -পরামর্শে প্রায় সময় তাকে শারীরিক নির্যাতন করে। এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তাকে মারধর করেন। এর আগে কামাল হোসেনের স্ত্রী তিন থেকে চার বার মারধর করেছে। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার ভাতা পাওয়া ১০ হাজার টাকা হাতে থাকায় সেই টাকা ধার চেয়েছিলেন, ছেলের বউ ও ছেলে। টাকা ধার নেওয়া কে কেন্দ্র করে ছেলের বউ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতেই পাশে থাকা কাঠ দিয়ে ছেলে কামাল হোসেন তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এসময় মাটিতে পরে গেলে ছেলের বউ বৃদ্ধার মাথার চুল ধরে টানা হেঁচড়া করলে তার চিৎকার শুনে তার প্রতিবেশি আশেপাশের লোকজন বাঁচানোর জন্য এগিয়ে এসে ঐ বৃদ্ধা মাকে উদ্ধার করে।
এই বিষয়ে ছেলের সাথে কথা বললে মারধরের কথা অস্বীকার করেন কামাল হোসেন । তিনি জানান, আমরা চার ভাই আমি মেজ । তাই পরিবারের কারো সাথে কোনো প্রকার সমস্যা হলেই সে দায় তার ওপর চাপানো হয় বলে জানান তিনি।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ তাইজুল ইসলাম, অভিযোগ পেয়ে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মো: আলমগীর/এমএ