রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ও কার্নিভাল।
“বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন ও সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা ও কৃষির দৃষ্টিকোণ অনুসন্ধান” প্রতিপাদ্যে আয়োজিত এই আয়োজনটি ১৬-১৮ মে পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের মূল বক্তাদের মধ্যে থাকবেন—বিশিষ্ট জিনবিজ্ঞানী, গবেষক, লেখক এবং পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী; আইসিডিডিআরবি-এর হেড অব বায়োসেফটি ও গবেষক ড. আসাদুল গানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত গবেষকরাও এতে অংশ নেবেন।
এই কনফারেন্সে গবেষকরা নিচের নয়টি বিষয়ের ওপর গবেষণাপত্র জমা দিতে পারবেন:
১. উদীয়মান ও পুনরায় আবির্ভূত রোগ
২. কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার
৩. বিকল্প চিকিৎসা পদ্ধতি
৪. ওষুধ নকশা, আবিষ্কার ও সরবরাহ
৫. অন্যান্য ক্ষেত্রে বায়োসায়েন্স
৬. ন্যানোড্রাগ ও ন্যানোম্যাটেরিয়ালস
৭. নতুন মাইক্রোবিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল পণ্য
৮. সংক্রামক রোগে বায়োইনফরমেটিকস
৯. ক্লিনিকাল ডেটা সায়েন্স
আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়ামই হলো একাডেমিয়ার প্রাণ। কনফারেন্স এ নতুন জ্ঞানের পশরা নিয়ে দেশ বিদেশের গবেষকরা আসায় জ্ঞান তৈরি এবং বিতরণের নেশা জাগে ছাত্র- শিক্ষক- গবেষকদের মাঝে। পরস্পরের মধ্যে তৈরি হয় নানামুখী ব্রীজিং। বিশ্ববিদ্যালয় হয়ে উঠে জ্ঞান উৎপাদন ও বিতরনের আখর। সে কারনেই রাবিপ্রবি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স।
তিনদিনের এই আয়োজনে থাকবে—প্লেনারি স্পিচ, কীনোট ও ইনভাইটেড স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্স ডিবেট, থ্রি মিনিট প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট, পলিসি ডায়ালগ এবং ট্র্যাডিশনাল ট্রিটমেন্টস নিয়ে ‘স্টোরি বিহাইন্ড দ্য স্টোরিজ’ সেশন।
রেজিস্ট্রেশন চলবে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
ফাইরুজ মেহেদী/এমএ