সোমবার, আগস্ট ৪, ২০২৫
spot_img

নীলফামারীতে দাখিল মাদ্রাসার সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

সেলিম রেজা, নীলফামারীর: নীলফামারী সদরের সিংদই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মো: ফজলুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার অবিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (১৬ই এপ্রিল) সকাল ১০টার দিকে মাদ্রাসার সামনে সকলে একত্রিত হয়ে এরপর শহরের চৌরঙ্গীমোড়ে সমাবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে ওই মাদ্রাসার অবিভাবক দাতা সদস্য মশিউর রহমান শাহ ফকির বলেন ওই মাদ্রাসার সুপার ফজলুল রহমান একজন সৈরাচার ও দূর্নিতিবাজ সুপার তাই এরকম সুপারের অপসারণ একটি যৌক্তিক দাবি।

এছাড়া তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই সুপারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করিলেও কোন কাজ হয়নি। আজকের এই মানববন্ধনে যদি সুপার ফজলুল করিমের অপসারণ না করলে আগামীতে কঠোর আন্দোলনে করবো আমরা অবিভাবকেরা।

এছাড়া মানববন্ধনে ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা ওই সুপার আমাদের কাছে নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নিয়ে পরীক্ষা নিতো, যদি আমাদের মধ্যে কেউ সেসব বিষয় নিয়ে অন্যকারো সাথে শেয়ার করতাম তখন ওই সুপার আমাদের ভয়ভীতি দেখাতো।

মানববন্ধন কর্মসূচি শেষে অবিভাবক, শিক্ষার্থী,ও এলাকাবাসী নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:নায়িরুজ্জামান এর নিকট স্মারকলিপি জমা দেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর