মো. এ কে নোমান, নওগাঁ: ছয় দফা দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নওগাঁ-বগুড়া মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বন্ধ হয়ে যায় দূরপাল্লার কোচসহ আন্তজেলা পরিবহন চলাচল।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের চার শতাধিক শিক্ষার্থী এবং ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাঁদের ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন। অনেক শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ ও পর্ব-মধ্য পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।
সড়কের মাঝখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা “দাবি মানতে হবে”, “অবিলম্বে রায় বাতিল করতে হবে”, “অবৈধ নিয়োগ চাই না”—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বৃষ্টির মধ্যেও কেউ অবস্থান ছেড়ে যাননি। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং সড়কের মাঝখানেই যোহরের নামাজ আদায় করেন। বৃষ্টির বাধাও থামাতে পারেনি তাঁদের আন্দোলন।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তৌসিক সিদ্দিকী সাব্বির বলেন, “২০২১ সালে যেভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তা আমরা মানি না। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও আমাদের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই রায় বাতিল এবং আপিল প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”
আরেক শিক্ষার্থী রিয়াদুল ইসলাম রোমেন বলেন, “আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে সব পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাঁদের দাবিগুলো পূরণ না হবে, ততদিন আন্দোলন চলবে।
/এমএ