সোমবার, আগস্ট ৪, ২০২৫
spot_img

রূপপুরে এলেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি, ঈশ্বরদীতে ক্লাব গঠনের সম্ভাবনা

সিয়াম রহমান, ঈশ্বরদী: সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল হাসান ঈশ্বরদীতে ফেন্সি ক্লাব গঠনের লক্ষ্যে সম্ভাব‍্য স্থান পরিদর্শন করেছেন।

‎আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রথমে তিনি উপজেলার রূপপুরে অবস্থিত ‘আহ্বান’ সামাজিক সংগঠনের কার্যালয়ে আসেন। পরে ফেন্সি ক্লাব গঠনের সাম্ভাব‍্য স্থান পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ ঘুরে দেখেন এবং মাঠের পরিকাঠামো ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

‎’আহ্বান’ সামাজিক সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হাবিবুল্লাহ বেলালীর যৌথ উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন কোচ রেজাউল করিম আসাদ, আহ্বানের সদস্য সচিব আবুল কালাম আজাদ সাঈদ, উপদেষ্টা ডাঃ আনিসুর রহমান, সদস্য জাহিদুল ইসলাম রনি, সোহেল রানা, শফিকুল ইসলাম রাজীব, ইমতিয়াজ হোসেন শাফি, হিমেল মুন্সী সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল, খায়রুল বাশার মিঠু, সিয়াম রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

‎মেজর (অব.) কামরুল হাসান বলেন, ‎বর্তমান যুব সমাজ বিভিন্ন গেম ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। ফেন্সিং খেলাটি শৃঙ্খলা এবং মানসিক বিকাশে সহায়ক। ঈশ্বরদীতে এই খেলার প্রসার তরুণদের সুস্থ পথ দেখাবে। আমরা সবার সহযোগিতা চাই।

‎এবিষয়ে আহ্বান সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কামরুল হাসান ঈশ্বরদীতে এসে পরিদর্শন করেছেন, এবং আমরা আশা করছি সবার সহযোগিতায় এখানে ফেন্সিং ক্লাব গঠন করতে পারব।

/এমএ

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর