শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন তালা মেরে সকল কার্যক্রম শাটডাউন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

৬ মে (মঙ্গলবার) সকাল ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের ভবনের বাইরে বের করে দেন।

পরবর্তীতে বেলা ১ টার সময় আরেকটি মিছিল বের করে প্রশাসনের প্রতিকী কফিন নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে রেখে দেয়। এ সময় শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার ড. মো. মামুন অর রশিদ ক্যাম্পাস ত্যাগ করেন।

শিক্ষার্থীরা জানান এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন হুমকি, মামলার কারনে কিছুদিন চলে থেমে গেছে কিন্তু এবারের আন্দোলন উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনোভাবেই থামবেনা। নতুন নতুন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আন্দোলন অব্যহত রাখবো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন বিভিন্ন কায়দায় সাধারন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন হামলা মামলা দিয়ে দমিয়ে রেখেছে। বাংলাদেশর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে নব্য ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়। আমরা স্বাধীন শিক্ষার্থী হিসাবে কোনো ভাবেই পরাধীনতা গ্রহণ করতে পারিনা। তাই শিক্ষার্থীরা শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে প্রশানের সকল সেক্টরকে সাটডাউন ঘোষনা করেছে। আমরা উপাচার্যর পদত্যাগ দাবি করছি

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নানা দাবি জানিয়ে আসছি, কিন্তু উপাচার্য কোনো কিছুর প্রতি কর্ণপাত করেননি। তিনি স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন। আমাদের একদফা বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর