রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

মনোহরদীতে বেআইনী বালু উত্তোলনে ৫ লাখ ঘনফুট বালু জব্দ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলা প্রশাসন পরিচালিত এক অভিযানে পুরাতন ব্রম্মপুত্র নদ থেকে বেআইনীভাবে উত্তোলিত ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।বালুগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারী কোষাগারে অর্থ জমা করা হবে বলে জানা গেছে।

আভিযানিক দলসূত্রে জানা যায়,মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের কয়েকটি স্থানে একটি বালুখেকো চক্রের ব্যাপক তৎপরতা চলছিলো মর্মে অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে মনোহরদী উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার (৬ মে) বিকেলে সেনা ও পুলিশের যৌথ সহযোগীতায় একটি অভিযান পরিচালনা করেন।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হরিনারায়নপুর গ্রামের তিনটি স্থানে বেআইনিভাবে পুরাতন ব্রম্মপুত্র নদ থেকে উত্তোলিত প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। যথাযথ প্রক্রিয়া অনুসরন পূর্বক বালুগুলো উন্মুক্ত নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে সরকারী কোষাগারে অর্থ জমা করা হবে বলে আভিযানিক দলে থাকা সহকারী কমিশনার (ভূমি),মনোহরদী মোঃ সজীব মিয়া জানান।

সাইফুর নিশাদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর