শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

‎আজ রবিবার (১১ মে) সকাল ১১টায় উপজেলার আর.আর.পি. কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

‎এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও অধ্যাপক আবু তালেব মণ্ডল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং সাবেক সভাপতি এস এম রাজা।

‎এছাড়াও অনুষ্ঠানে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আজকের এই শিশুদের চোখে স্বপ্ন আছে, মেধা আছে, আর আছে অশেষ সম্ভাবনা। এই ছোট্ট অর্জন তাদের আত্মবিশ্বাসের প্রথম ধাপ। পরিবার, শিক্ষক আর শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে ভবিষ্যৎ নেতৃত্ব এদের হাত ধরেই আসবে।”

‎এ সময় অনুষ্ঠানে আগত অভিভাবকরা জানান, “এই আয়োজন আমাদের সন্তানদের জন্য গর্বের। এমন সম্মাননা তাদের পড়ালেখার আগ্রহ আরও বাড়িয়ে দেবে।”

‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল খুশির ঝিলিক ও সম্মাননার আনন্দ। মঞ্চে উঠে পুরস্কার গ্রহণের মুহূর্তগুলো ছিল তাদের জন্য একান্তই স্মরণীয়।

‎উল্লেখ্য, ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় মোট ৬০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬২ জন ট্যালেন্টপুলে এবং ১২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর