রবিবার, আগস্ট ৩১, ২০২৫
spot_img

পূর্বের রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

মাসুম আহমেদ, কিশোরগঞ্জ: ৪ মাস ১৭ দিন পর আজ শনিবার আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে মিলেছে ৩২ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। সকাল সাতটায় সিন্দুক খোলা শেষে এখন চলছে গণনার কাজ।

জেলা শহরের নরসুন্দা নদীতীরের ঐতিহাসিক এ মসজিদে লোহার সিন্দুকগুলো প্রতি তিন থেকে চার মাস পরপর খোলা হয়।

এর আগে এ বছর ১২ এপ্রিলে পাগলা মসজিদের ১১ টি দানসিন্ধুক খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। এবারও বিপুল পরিমাণ টাকা পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী নেতৃত্বে সকাল ৭টার দিকে ১৩টি দানসিন্দুক খোলা হয়। প্রথমে টাকাগুলো লোহার সিন্ধুক থেকে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢালা হয়। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ জানা যাবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া সহ দুটি মাদ্রাসার প্রায় ৩৪০ শিক্ষার্থী, ব্যাংকের ১০০ জন কর্মী এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৫০০ জনের একটি দল টাকা গণনার কাজ করছেন।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এবার চার মাস সতেরো দিন পর দানবক্স খোলা হয়েছে। ১৩ টি দানবক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া যায় যা পূর্বের থেকে বেশি ধারণা করা হচ্ছে।

এমএ/জনতার বার্তা

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর