রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ দোকানে আগুন ক্ষতি কোটি টাকা

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ৯টি মুদি ও কসমেটিক দোকান ভস্মিভূত হয়ে গেছে। সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৯টি মুদি ও কসমেটিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

হানিফ মেহমুদ/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর