জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে যথারীতি সময়ে পৌঁছে। কুলাউড়া থেকে চট্টগ্রামের উদেশ্যে ছেড়ে যাওয়ার সময় লংলা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে ইঞ্জিন বিকল হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার রুমান আহমদ জানান উদয়ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশন পৌঁছে বিরতির পর ছেড়ে গেলে কিছুক্ষণ পর জানতে পারি লংলা স্টেশন এর কাচাকাচি জায়গায় ইঞ্জিন বিকল হয়। আমরা কুলাউড়া থেকে একটি ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সহ উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখি। এখনো মেরামত এর কাজ চলছে। সচল হওয়া মাত্রই চট্টগ্রামের উদেশ্যে যাত্রা শুরু করবে।
তিনি যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।
তিমির বনিক/এমএ