শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নবাবগঞ্জে খেলার মাঠ অক্ষত রেখে ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আবদুর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ দাউদপুর ডিগ্রি কলেজ এন্ড মহাবিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পরিষদ ও দাউদপুর ডিগ্রি কলেজ এন্ড মহাবিদ্যালয়ের সামনে দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষর্থী ও এলাকার খেলোয়াড়গণ খেলাধুলার মত বিনোদন থেকে বঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখে ও মাঠকে অক্ষত রেখে নতুন একাডেমিক ভবন নির্মান করার দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান। ছবি: জনতার বার্তা

এছাড়াও সুস্থ দেহ সুস্থ মন ক্রীড়া করে আনয়ন, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই,প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর