শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ভূঞাপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের সঙ্গে বাই- সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হুজাইফা আলিফ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনটি পুলিশ আটক করে নিয়ে গেলেও চালক পালিয়ে গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক মহা-সড়কের বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. হুজাইফা আলিফ উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের এখলাছ মিয়ার ছেলে এবং সে শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভূঞাপুর দিক থেকে একটি বাঁশবোঝাই নসিমন আসছিল এবং গোবিন্দাসী বাজার থেকে একটি বাই- সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আলিফ। পথিমধ্যে বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ি সামনে পৌছলে ওই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাই- সাইকেলের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে আলিফ নামের শিশুটি গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় এবং পরে সেখান কার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর