শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: মুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে গণসংবর্ধনা

সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা কারাগার থেকে মুক্তির পর বিকেলে ঈশ্বরদী শহরের টেম্পুস্ট্যান্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাকারিয়া পিন্টু বলেন, “তিন দশক আগে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলাটি স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। এই মিথ্যা মামলায় আমাদের ৪৭ জন নেতাকর্মী কারাবন্দি ছিল। আমিসহ ৯ জনকে ফাঁসির আসামি করা হয়েছিল।”

‎তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমরা মুক্তি পেয়েছি এবং দেশবাসী স্বৈরাচারমুক্ত হয়েছে। আমরা ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞ। ঈশ্বরদীতে আন্দোলনে যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের সুবিচার নিশ্চিত করা হবে।”

‎জাকারিয়া পিন্টু প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও বিচারের ঘোষণা দিয়ে বলেন, “বিএনপির ভেতরে যারা ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের পুনর্বাসন করতে চায়, তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের প্রকৃত মুক্তি সেদিনই আসবে, যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারবেন। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন এবং মুক্তির জন্য কাজ করেছেন।”

‎এর আগে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে শতাধিক পরিবহণ নিয়ে জাকারিয়া পিন্টুকে কারাগার থেকে বের করে মোটর শোভাযাত্রার মাধ্যমে ঈশ্বরদীতে নিয়ে আসা হয়। পরে শহরে সংবর্ধনা মঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

‎সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতারা।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদুর রহমান পাতা, বিষ্টু সরকার, আব্দুর রাজ্জাক ফিরোজ, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপ্পু, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির দুলাল, সাহাবুদ্দিন সেন্টু, ইসলাম হোসেন জুয়েলসহ অনেকে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর