শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আ.লীগের দুইনেতা গ্রেপ্তার

গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন (৫৫) ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান উত্তম (৪৫)। গ্রেপ্তার মকবুল হোসেন চকউমেদ গ্রামের বাসিন্দা ও নুরুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও মশিউর রহমান পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহারুল আনোয়ারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন ও মশিউর রহমান উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর