সাভার প্রতিবেদক: ঢাকার জেলার ধামরাইয়ে এমবিবি ইটভাটার মালিক আব্দুল হামিদ ও আব্দুস সামাদের বিরুদ্ধে নারী দিয়ে ফাঁসানোর প্রতিবাদ এবং হয়রানিকারী শাহীন আলমের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসি মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেরুয়ারী) বিকালে এলাকাবাসির আয়োজনে কাওয়ালীপাড়া থেকে মির্জাপুর আঞ্চলিক সড়কের বালিয়া এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসি।
এই সময় বক্তরা বলেন, আব্দুল হামিদ ও আব্দুস সামাদ এরা দুই ভাই অনেক ভাল মানুষ। তারা এই ধরণের কোন নারী কেলেঙ্কারীতে জড়িত না। তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমরা এলাকাবাসী এ মিথ্যা ও বানোয়াট নারী কেলেঙ্কারী প্রতিবাদ জানাই এবং হয়রানিকারী শাহীন আলমকে তদন্ত করে গ্রেপ্তারের দাবি জানাই।
তারা আরও বলেন, শাহীন আলমকে চাঁদা না দেওয়ায় নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। আমরা এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করবেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ- সভাপতি আসিফুর রহমান খান মিলন বলেন, শাহীনকে টাকা না দেওয়ায় নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। হামিদ ও সামাদ তারা দুইভাই ব্যবসায়ী। তাদের এলাকায় একটা সুনাম আছে। তাদেরকে একটি নারী দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টা সম্পুর্ণ মিথ্যা। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা তদন্ত করে দোষী ব্যাক্তিকে আইনে আওতায় আনা হোক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, মো. কুরবান আলী মাস্টার, মো. জহিরুল ইসলাম বিপ্লব, মো. খলিলুর রহমান আনছারীসহ প্রমুখ।