ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল নিয়ে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় মোঃ মাহিম হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রুপপুর-কুষ্টিয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাব মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের মোঃ নাসিরউদ্দিন প্রামানিকের ছেলে এবং বারোমাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি পাকশি লালনশাহ সেতু থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় দুটি ট্রাককে একসঙ্গে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিম পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা মাহিমের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের নানা মোঃ আব্দুস সালাম জানান, মাহিম ও তার দুই বন্ধু জুম্মার নামাজ পড়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে সন্ধ্যার আগেই দুর্ঘটনার খবর পান তারা।
পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”
সিয়াম রহমান/এমএ