রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত দুই

ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল নিয়ে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় মোঃ মাহিম হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়।

‎শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রুপপুর-কুষ্টিয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাব মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের মোঃ নাসিরউদ্দিন প্রামানিকের ছেলে এবং বারোমাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি পাকশি লালনশাহ সেতু থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় দুটি ট্রাককে একসঙ্গে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিম পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে সড়কের ওপর ছিটকে পড়ে।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা মাহিমের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

‎নিহতের নানা মোঃ আব্দুস সালাম জানান, মাহিম ও তার দুই বন্ধু জুম্মার নামাজ পড়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে সন্ধ্যার আগেই দুর্ঘটনার খবর পান তারা।

‎পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর