রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় শীর্ষে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়

এ কে নোমান, নওগাঁ: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। যুক্তিতর্কের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ২৩৫ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আর ২২২ নম্বর পেয়ে রানারআপ হয় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

দুর্নীতিবিরোধী এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’। শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দল হয়ে যুক্তি উপস্থাপন করেন, যেখানে দুর্নীতির ভয়াবহতা, প্রতিরোধের উপায় ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ২৫ নম্বরের মধ্যে ২২ নম্বর অর্জন করে ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছাদুল্লাহ হিল গালিব। বিচারকদের রায়ে তার বক্তব্যকে যুক্তিগ্রাহ্য, প্রাসঙ্গিক ও তথ্যভিত্তিক হিসেবে সর্বোচ্চ নম্বর প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী পর্ব শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্নীতি সমাজের জন্য ক্যান্সারের মতো, যা ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

এছাড়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী দুর্নীতির কুফল এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সব পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সরকারি মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোসফেকা খানম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এবং ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিন। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকার শপথ নেয় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা। তারা প্রতিজ্ঞা করেন, নিজেরা কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হবেন না এবং অন্যদেরও দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানাবেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর