মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

দেবিদ্বারে জামায়াত নেতার ভোট চাওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে পৌরসভা নির্বাচনের সময় আবুল কাশেম নামের এক আওয়ামী লীগ নেতার জন্য কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। দুপুরের দিকে বিষয়টি সবার নজর কাড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রার্থী হন দেবিদ্বার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান। পৌর আওয়ামী লীগ সভাপতির পক্ষে প্রকাশ্যে প্রচারণায় নেমেছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। ওই সময় একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এই হেভিওয়েট নেতা। তখনকার একটি বক্তব্য ভাইরাল হয়।

৩ মিনিট ৫৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যানের গুণগান গেয়ে তার পক্ষে ভোট চাইতে শোনা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উত্তর জেলা জামায়াতে ইসলামীর গোপন সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে জামায়াতে ইসলামী। নগরীর ফান টাউনে এ তালিকা ঘোষণা করবেন কেন্দ্রীয় জামায়াতের নেতারা। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে তার সমর্থকরা। অপরদিকে, একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন জামায়াতের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবু বকর মোল্লা।

ভাইরাল ওই ভিডিওর বিষয়ে জানতে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি বার বার সংযোগ কেটে দিয়েছেন। তার নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদের চাচা। তিনি (সাইফুল ইসলাম শহীদ) আওয়ামী লীগ নেতার জন্য ভোট চাচ্ছেন এটা আমাদের নজরে আসায় আমরা সেসময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। পরে আর তিনি ওই আওয়ামী লীগ নেতার প্রচারণায় যাননি।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর