রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে দুর্বৃত্তদের তাণ্ডব, পুলিশের দাবি ছিনতাই

মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার মধুইল মানসী ও নকুচা এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে। তবে পুলিশ এটিকে ডাকাতির ঘটনা নয়, বরং ছিনতাই হিসেবে অভিহিত করেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, প্রায় রাত বারোটার দিকে দুর্বৃত্তরা নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে রাস্তা অবরুদ্ধ করে। এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকিয়ে যাত্রীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এদিকে, ঘটনার পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর