শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে  ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার  ফসলান্দি থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।

জানাযায়, সোমবার বেলা ১১ টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল পৌর এলাকার ফসলান্দিতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম। 

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর