বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
spot_img

পবিত্র মাহে রমজান মাসে দাম সহনশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

সেলিম রেজা, নীলফামারী: বুধবার (২৬ই ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে   নীলফামারী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরন সেমিনারে জেলার সকল ডিলার, সাব ডিলার সহ  ব্যাবসায়ীদের প্রতি পবিত্র রমজান মাসে দাম সহনশীল রাখার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহসিন বলেন, নিজেদের জায়গা থেকে সবাইকে সজাগ থাকাতে হবে। আর যে সকল ব্যাবসায়ী অনিয়ম বা বাজার সিন্ডিকেট করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

নীলফামারী  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সৈয়দ মেহেদী হাসান আশিক প্রশাসনের প্রতি বলেন, বাজার যেন প্রতিদিন মনিটরিং এর ব্যাবস্থা করাক৷  হয়। প্রতিটি বাজারের মূল্য তালিকা নিশ্চিত করার বিষয়ও তুলে ধরেন।

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)প্রধান নীলফামারী জেলা ও প্রধান সমন্বয়ক,রংপুর বিভাগের সভাপতি গওহর জাহাঙ্গীর রুশোর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   উপপরিচালক, পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মো: সাইদুল ইসলাম, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  মো: শামসুল আলম সহ জেলা- উপজেলার বিভিন্ন ব্যাবসায়ী এবং ক্যাবের সদস্য।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর