শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যাবের সেন্ট্রাল কমিটির অর্গানাইজার সেক্রেটারি ড, সৈয়দ মিজানুর রহমান

এ সময় বক্তব্য দেন- জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কৃষি বিপণে কর্মকর্তা ফারজানা খান সহ বিভিন্ন বাজারের সভাপতি সেক্রেটারিবৃন্দু ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্বে থাকেন ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্ল।

এ সময় বক্তারা বলেন পবিত্র রমজান মাস জুড়ে ক্যবের সদস্যবৃন্দু সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দ্রব্যমূল্যর কঠিন নজরদারিতে রাখবেন বলে নিয়মিত মাঠে থাকবেন। তাছাড়াও এবার সাধারণ মানুষ রমজান মাসে যেন ন্যায্যমূল্য খাদ্য পণ্য কিনতে পারে সেজন্য প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তারা মাঠে থাকবেন।

মতবিনিময় সভায় ক্যাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বাজারের সভাপতি সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজেদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর