শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় আহত ৬, গণঅধিকার পরিষদের অফিস ভাংচুর

মো:হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া বাজারে সাতটি ককটেল হামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি হারুন-অর-রশীদসহ ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া বাজারে পরপর সাতটি ককটেল হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ককটেল বিস্ফোরণের অভিযোগে জেলা গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাকিবের মালিকানাধীন রেস্তোরাঁ ও দলের ইউনিয়ন কার্যালয় ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। 

পুলিশ, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাজারের মধ্যে হঠাৎ করেই মোটরসাইকেলে এসে পরপর সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ককটেলের স্প্রিন্টারে ইউপি চেয়ারম্যান হারুনসহ অন্তত ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা হারুন-অর-রশীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জেলা গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাকিবের নেতৃত্বে এই ককটেল হামলার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা বারোঘরিয়া বাজারে থাকা গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয় ও দলের নেতা আব্দুর রাকিবের রেস্তোরাঁ ভাংচুর করে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, ককটেল হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। 

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর