ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলে ঘাটাইল উপজেলায় লোকের পাড়া ইউনিয়ন এর রূপের বয়ড়া গ্রামে মাদানির কাফেলা সংঘ এর উদ্দোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ আদায় এর পড় উপজেলার রূপের বয়ড়া গ্রামের প্রায় ৩৫জন অসহায় পরিবার ও বৃদ্ধাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন, ইয়াছিন মুস্নি। আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, সাধারণত সম্পাদক মো: ইকবাল হোসেন,রুপের বয়ড়া জামে মসজিদ এর সভাপতি, জহির উদ্দিন, ইউ পি সদস্য ফজলুর হক, বিশিষ্ট ব্যবসায়ী মো : রহিজ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মো : রাসেল।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, রূপের বয়ড়া উওর পাড়া জামে মসজিদ এর পেশ ইমামা ও খতিব রকিবুল ইসলাম।
ইফতার সামগ্রী হিসেবে প্রতিটি বস্তায় ছিল, খেজুর ১ কেজি, সোলা ১ কেজি,খেসারি ডাল ১ কেজি, চিনি ১ কেজি, পিয়াজ ১ কেজি,আলু ১ কেজি,মুড়ি ১ কেজি, স্যালাইন ১ প্যাকেট ও সয়াবিন তৈল ১ কেজি।
এ সময় মাদানির কাফেলা সংঘ এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো : রহিজ উদ্দিন বলেন, আমাদের এই সেবামূলক কার্যক্রম সারা বছর চললেও রমজান উপলক্ষে এই মানবসেবা মূলক কার্যক্রম বেশি করে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছি।
সাজেদুল ইসলাম/এমএ