শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

চিলমারীতে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৩রা মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, পতিত আওয়ামী সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতা সহ সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেবিল হ্যান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও অভিযান চলমান।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর