মো:হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে তামান্না হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে রান্না করা মাংশের সাথে কাঁচা মাংশ মিশিয়ে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৫ মার্চ) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় তামান্না হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে রান্না করা মাংশের সাথে কাঁচা মাংশ মিশিয়ে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিশ্বরোড মোড়, শান্তিমোড়, নয়াগোলা মোড়সহ জেলা শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরায় অভিযান পরিচালনা করে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে রমজান মাসে তৈরি ইফতার সামগ্রী ও খাবারের মান ঠিক রাখতে হোটলে মালিকদের কঠোর নির্দেশনা দেয়া হয়। এসময় হোটেলে বিভিন্ন খাবার তৈরির ভোজ্যতেল, হোটেল কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন উপাদান জীবাণুমুক্ত ও ব্যবহৃত লবন আয়োডিনযুক্ত কি না তা ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷
/এমএ