শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

অপারেশন ডেভিল হান্ট: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেফতার

মেহেদী হাসান,পঞ্চগড়: অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধানকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে । আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়াও তিনি অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’এর অন্যতম সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়াও তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’ এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখার পর তাকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর