সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে ১২টি ছাগল পুড়ে মারা গেছে এবং ছয়টি পরিবারের ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে আব্দুর রহিম কাজীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আদেলা বেগম ওই গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম জানান, হঠাৎ করে জিয়ারুলের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। এরপর দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পুরো এলাকা গ্রাস করে নেয়।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় পাবনা, ঈশ্বরদী, লালপুর, পাকশী ইপিজেডসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ততক্ষণে ছয়টি পরিবারের ১৩-১৪টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের ভেতরে আটকা পড়ে আদেলা বেগম মারা যান।
সাঁড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল ও কম্বল দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তদন্তের পর চূড়ান্ত কারণ নিশ্চিত করা যাবে।
এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার প্রিয়জন হারিয়েছে, আর ছয়টি পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
/এমএ