শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: গৃহবধূসহ ছাগল পুড়ে মৃত্যু, ছাই ১৩টি বসতঘর‎

‎সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে ১২টি ছাগল পুড়ে মারা গেছে এবং ছয়টি পরিবারের ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

‎বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে আব্দুর রহিম কাজীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আদেলা বেগম ওই গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম জানান, হঠাৎ করে জিয়ারুলের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। এরপর দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর পেয়ে ঈশ্বরদী ও লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পুরো এলাকা গ্রাস করে নেয়।

‎অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় পাবনা, ঈশ্বরদী, লালপুর, পাকশী ইপিজেডসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ততক্ষণে ছয়টি পরিবারের ১৩-১৪টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের ভেতরে আটকা পড়ে আদেলা বেগম মারা যান।

‎সাঁড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল ও কম্বল দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

‎ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তদন্তের পর চূড়ান্ত কারণ নিশ্চিত করা যাবে।

‎এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার প্রিয়জন হারিয়েছে, আর ছয়টি পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর