রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

নীলফামারীর-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে অর্থের জোগান, অস্ত্রের ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ মাস্টার মাইন্ড হিসেবে তিনটি মামলা করা রয়েছে। তার মধ্যে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা ও নীলফামারী জেলায় দুটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সঙ্গে ছিলেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর