Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি ও জামায়াত নেতারা

ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি ও জামায়াত নেতারা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের আসনা গ্রামের কাজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বাড়ির ১৪টি বসতঘর পুড়ে যায় এবং এক গৃহবধূ নিহত হন। বুধবার (৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

‎ঘটনার পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতা ও পাবনা জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা নিহত গৃহবধূ আদেলা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এ সময় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতারা নিহতের দাফনের জন্য অতিরিক্ত সহায়তা দেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেন। স্থানীয়রা তাদের সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন।

/এমএ

Exit mobile version