রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় ঝুট ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এ সংঘর্ষ হয়, যেখানে গুলিবর্ষণ এবং মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইপিজেডের ইউনিভার্সেল নামের একটি গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে রুহুলের অনুসারীরা সাগরের সমর্থকদের উপর হামলা চালালে কয়েকজন আহত হন। এর জেরে বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে গুলি ছোড়া হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সংঘর্ষের সময় সাংবাদিক তোফাজ্জল হোসেনও আহত হন। সহকর্মী মোস্তাক শাওনের মতে, তার হাত ও কোমরের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা রাকিবুর রহমান সাগর অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতার লোকজন তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর