শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

রূপগঞ্জে অস্ত্র বিক্রির সময় বিদেশি পিস্তল সহ আটক ২ যুবক

ফাহিম বাদশা, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ বিদেশি পিস্তল ক্রয়বিক্রির সময় ২ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আজ ৮ ই মার্চ শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়৷

জানাগেছে এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন রুপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) এবং একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে হামিম (২৪)।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর