শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

মনোহরদীতে মাপে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে পরিমাণের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ায় আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। 

জানা যায়, মনোহরদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনে পেট্রোলে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ নেওয়াজ সহ মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ। 

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ এই ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল সাধারণ ক্রেতাদের কাছ থেকে।

সাইফুর নিশাদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর