রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

ইট ভাটা ভাঙা বন্ধ না করলে কঠোর আন্দোলনের ডাক ভাটা মালিকদের

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে ইট ভাটা ভাঙ্গা বন্ধ না করলে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন ইটভাটা মালিকেরা।

ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে বর্তমান প্রশাসন মন্তব্য করে ভাটা মালিকরা বলেন, যদি ইটভাটা ভাঙা বন্ধ করা না হয়, তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

মঙ্গলবার(১১/৩/২৫) দুপুরে নীলফামারীতে হাজারো মালিক শ্রমিকের সমাবেশে এমন ঘোষণা দেন ভাটা মালিকরা।

শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ছাড়াও বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট আল মাসুদ, অ্যাডভোকেট আবু সোয়েম সহ প্রমুখ।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শেষে নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন বরাবর স্মারকলিপি তুলে দেন ইটভাটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন স্মারক লিপিটি প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ জলবায়ু উপদেষ্টার কাছে পৌঁছে দিব।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর