শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নীলফামারীতে ৩ লক্ষ ৭ হাজার শিশুকে খাওয়ানো হবে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে সাংবাদিকদের সাথে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩মার্ঢ) সকালে সিভিল সার্জন এর আয়োজনে ও  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা বাস্তবায়নে ১৫ মার্চ নীলফামারী জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তথ্য অনুযায়ী চলমান কার্যক্রমটি বছরে দুইবার ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১মাস ও ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট লোকস়ংখ্যা-২১ লক্ষ ৭৪ হাজার ৩৯১জন এর মধ্যে জেলার ৬টি উপজেলা, ৪টি পৌরসভা (স্বাস্থ্য বিভাগীয় কাজ আলাদাভাবে পরিচালিত হয় দুটি পৌরসভায়), ইউনিয়ন ৬১টি, মোট কেন্দ্র (১৫৯০)টি(অতিরিক্ত কেন্দ্রসহ), স্বেচ্ছাসেবক এর সংখ্যা ৩হাজার ১৮০জন ও প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ১৯১ জন।

এবারের লক্ষ্য মাত্রা ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩১ হাজার ৪০৯ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৮৫৩ জন।  সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক বলেন ক্যাম্পেইন সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে যাতে কেউ কোন গুজব সৃষ্টি করতে না পারে এ বিষয়ে মানুষকে অবগত করতে হবে।

ভিটামিন এ ক্যাপসুল একটি উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন সমৃদ্ধ ক্যাপসুল।  শিশুদের নানা রোগ প্রতিরোধে  এ ক্যাপসুলের গুরুত্ব অনেক। তাই আমাদের সকলকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পে নিয়ে এসে একটি করে ক্যাপসুল খাওয়াতে হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর