Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৪

নীলফামারীতে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৪

সেলিম রেজা, জেলা প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ পুটিমারী ইউনিয়নের মন্থনা নামক স্হানে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৩ ঘটিকার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হয়েছেন। 

আহত ব্যাক্তিরা হলেন নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার স্হানীয় বাসিন্দা বাবুল হোসেন (৬৫),নুরজামাল(৫০),মুছা(৫০) এবং  লাশবাহী এ্যাম্বুলেন্সের ড্রাইভার রনি(৩০)।

পারিবারিক সুত্রে জানাযায়, আজিজার রহমান (৮০)দীর্ঘদিন নিজ বাড়িতে অসুস্থ থাকায় তাহার উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৮-৩-২৫) সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে চিকিৎসক আজিজার রহমানকে মৃত্যু ঘোষণা করলে তার নিজ বাড়িতে এ্যাম্বুলেন্সে নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত্যু আজিজার রহমান সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার মৃত্যু  নাজির উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম  জানান যে আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএ

Exit mobile version