বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
spot_img

ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার পাগলুর ‌‌‌(স্থানীয় নাম) মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।

নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়ার বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত (২৯) এবং আমিরুলের ছেলে আরফান (২৩)।

আহতরা হলেন মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। তারা উভয়েই লাহেরী গ্রামের বাসিন্দা। আহত বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ‘পাগলু’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং ‘পাগলু’তে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর