বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
spot_img

ছাত্রশিবিরের কোরআন উপহার পেল সাভারের ২০০ শিক্ষার্থী

সাভার প্রতিবেদক: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাভার উপজেলা শাখার উদ্যোগে ২০০ কপি পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সাভারের একটি হলরুমে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এ আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার আমির আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল। 

আলোচনা সভায় অংশ নেয়া আমন্ত্রিত শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে অনেকেই ছাত্রশিবিরের প্রতি বিভিন্ন প্রশ্ন রাখেন। সাভারের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার আয়োজন ও পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বিতরণ করা হয়। ইফতার ও কোরআন উপহার পেয়ে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার বিভিন্ন স্তরের সেক্রেটারিয়েটবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নাঈম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর