সাইফুর নিশাদ, নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চানপুরের মৌহিনীপুরে দুই বংশের আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে মোহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে রয়েছে শামসু মেম্বার। চাঁনপুরের ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।
সংঘর্ষে নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত জানা যায়নি। আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে বিগত কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলো। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় উঠা প্রতিহত করতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময়, আমিন ও বাশার নামে দুই যুবক নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুইজন মারা গেছে শুনেছি,তবে একজনের লাশ বুঝে পেয়েছি। এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
/এমএ


                                    